Wellcome to National Portal

সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার, 

জনগণের দোড়গোড়ায় সেবা...... জন্ম সনদ একটি অধিকার বাস্তবায়নে দায়িত্ব সবার 

আপনি আপনার জন্ম নিবন্ধন করেছেন কি? 

শিশু জন্মের পর প্রয়োজন ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন করতে আপনার নিকটস্থ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করুন।

লিমন মিয়া, (উদ্যোক্তা) ৫নং আড়াইসিধা ইউনিয়ন পরিষদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

আড়াইসিধা ইউনিয়নের ভাষা ও সংস্কৃত সম্পর্কে বলে শেষ করা যায় না । আমাদের ইউনিয়নে আজও আমরা বাংলাদেশের ঐতিয্য কে আকরে ধরে আছে । এই ইউনিয়ন আজও বাংলাদেশের সব গুলো সংস্কৃত খুব যত্ন সহকারে পালন করে আসছে । আড়াইসিধঅ ইউনিয়নে প্রতি বছর পহেলা বৈশাখ পালন করা হয় খুব জম জমাট ভাবে । এছারাও আমাদের ইউনিয়নের ইসলামের সর্ব সেরা দিন গুলি সম্পর্কেও খুব সতর্ক । প্রত্যেক সবে মেরাজ আমরা পালন করি খুব জাকজমক ভাবে এই দিনে আমাদের ইউনিয়নের ছেলে বোড়ো সবাই সারা রাত্র ব্যাপি ইবাদত বন্দেগি করে । সবে বরাতের সময় প্রত্যেকে যার যার ঘরে রুটি তৈরী করে আশে পাশের সবার ঘরে বিলিয়ে দেই । এছারা অত্র গ্রামের সকলেই সারা রাত্র ব্যাপি ইবাদত বন্দেগি করে । এছাড়াও অত্র ইউনিয়নে আমাদের মুসলমানদের দুটি ঈদ খুব ই গুরুত্ব সহকারে পালন করা হয় ।