Wellcome to National Portal
No. 5 Araisidha Union Parishad, Ashuganj, Brahmanbaria
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
EID MUBARAK
Details
প্রিয় আড়াইসিধা ইউনিয়নবাসী,
আসসালামু আলাইকুম। 
বছর ঘুরে আবারও আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতর মানে আনন্দ। আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নিই। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। 
ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক-এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। আমার প্রিয় ইউনিয়নের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক, আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। একই সঙ্গে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে আমাদের এই প্রাণের ইউনিয়নের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আমি বিনীত আহ্বান জানাচ্ছি।
ভালো থাকুন আবারো ঈদ মোবারক।
পরিশেষে আমাদের ঐতিহ্যবাহী আড়াইসিধা ইউনিয়নের প্রধান ঈদগাঁহ মাঠ মানে বাজার চারতলা ঈদগাহ মাঠে সকলকে ঈদের নামাজ আদায় করার জন্য বিনীত আহবান জানাচ্ছি।
নিবেদক-
আবু সায়েম মিঠু
চেয়ারম্যান- ৫ নং আড়াইসিধা ইউনিয়ন পরিষদ 
আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া।
Images
Attachments
Publish Date
10/04/2024
Archieve Date
16/04/2024